জাতীয়

রোহিঙ্গারা আস্তে আস্তে তাদের দেশে ফিরবে-পররাষ্ট্রমন্ত্রী, ড. একে আব্দুল মোমেন

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৩ , ৪:৩৭:৩৯ প্রিন্ট সংস্করণ

সিলেট প্রতিনিধি।।পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গারা আস্তে আস্তে তাদের দেশে ফিরবে।রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) সকালে সিলেটের শাহী ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন,আমরা সবাই শান্তিতে ঈদ করছি।কিন্তু রোহিঙ্গারা আমাদের দেশে ঈদ করছে।এটা দুঃখজনক।তাদের প্রত্যাবাসনের জন্য সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে।আশা করছি সকলে সহযোগিতা করবে এবং রোহিঙ্গারা তাদের দেশে ফিরবে।

এ ছাড়াও আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে এক তৃতীয়াংশ প্রার্থী বিএনপির উল্লেখ করে এটি খুশির সংবাদ বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে সকাল সাড়ে ৮টায় সিলেটের শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।ঈদ জামাতের ইমামতি করেন মাওলানা আবু হুরায়রা। ও নামাজ পূর্ব বয়ান পেশ করেন মাওলানা নাজিম উদ্দীন কাসেমি।

শাহী ঈদগাহের এ জামাতে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামানসহ রাজনৈতিক নেতারা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শাহী ঈদগাহসহ সিলেট জেলা ও মহানগর মিলে মোট ৩ হাজার ২৩টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।এর মধ্যে জেলায় মসজিদ ও ঈদগাহ মিলে মোট ২ হাজার ৫৮৬টি জামাত ও মহানগরে ৪৩৭টি জামাত অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content