প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৩ , ১:৩৩:১৩ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি জেলা প্রতিনিধি।।ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় রাবিনা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাবিনা ওই গ্রামের মনজু খানের মেয়ে ও রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,নিহত রাবিনা আক্তারের মা সাবানা বেগম রাবিনাকে তাদের দ্বিতল কাঠের ঘরের মাচা থেকে লাকরী আনতে বলে সে ঘরের বাহিরে যায়৷কিছুক্ষণ পরে সাবানা বেগম ঘরে এসে রাবিনাকে ডাক দিলে কোন সারা না পেয়ে নিহতের মা সাবানা ঘরের মাচায় উঠে রাবিনাকে মাডামের সাথে ঝুলন্ত দেখে ডাক চিৎকার দেয়৷এ সময় নিহতের মা সহ স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাবিনাকে মৃত ঘোষণা করে ৷
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান,লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করে থানায় এনে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। পাশাপাশি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
















