জাতীয়

পুলিশের পাঁচ কর্মকর্তার চাকরি স্হায়ী করে প্রজ্ঞাপন জারি

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ৫:১৮:৩৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিসিএস পুলিশ ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে সরকারি চাকরিতে স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের চারজন সহকারী পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার।

বৃহস্পতিবার (৬ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তারা বিসিএস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর সংশ্লিষ্ট শর্তাবলি পূরণ করায় নামের পার্শ্বে বর্ণিত তারিখ থেকে তাদের চাকরি স্থায়ী করা হলো।

স্থায়ী হলেন যারা- পাবনার সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম (বিপি-৮৭১৬১৭৮৩৯৫), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান (বিপি-৮৬১৮২২০৪৯৬), উত্তরার ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (বিপি-৯১১৮২২০৫৪২), পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালিউল ইসলাম (বিপি-৯০১৮২০৫৮৫), নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি (বিপি-৮৭১৮২২০৫২৯)।

আরও খবর

Sponsered content