আন্তর্জাতিক

৬০০ কোটি (৬ বিলিয়ন) মার্কিন ডলারের শেয়ার দান করলেন-ওয়ারেন বাফেট

  প্রতিনিধি ২৯ জুন ২০২৫ , ৫:৪২:৪৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বিশ্ববিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের ৬০০ কোটি (৬ বিলিয়ন) মার্কিন ডলারের শেয়ার দান করলেন মার্কিন ধনকুবের ও মানবহিতৈষী ওয়ারেন বাফেট।প্রায় দুই দশক আগে নিজের সম্পদ দান শুরু করার পর এটিই তার সবচেয়ে বড় একক বার্ষিক অনুদান।এই বিপুল পরিমাণ অনুদান পেয়েছে গেটস ফাউন্ডেশনসহ মোট পাঁচটি দাতব্য সংস্থা।বাকি চারটি ফাউন্ডেশন পরিচালনা করেন বাফেটের সন্তান হাওয়ার্ড,সুজি ও পিটার বাফেট।

গত শুক্রবার দেওয়া অনুদানের ফলে ওয়ারেন বাফেটের মোট দানের পরিমাণ ছাড়িয়ে গেছে ৬ হাজার কোটি মার্কিন ডলার। এই দানের অংশ হিসেবে গেটস ফাউন্ডেশন পেয়েছে ৯৪ লাখ ৩০ হাজার শেয়ার,সুসান থমসন বাফেট ফাউন্ডেশন পেয়েছে ৯ লাখ ৪৩ হাজার ৩৮৪ শেয়ার এবং বাফেটের তিন সন্তান পরিচালিত হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন,শেরউড ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন পেয়েছে ৬ লাখ ৬০ হাজার ৩৬৬টি করে শেয়ার।এর ফলে বার্কশায়ার হ্যাথাওয়েতে বাফেটের মালিকানা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮ শতাংশে।

সর্বশেষ অনুদান দেওয়ার আগপর্যন্ত ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বাফেটের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ হাজার ২০০ কোটি ডলার এবং তিনি ছিলেন বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী। ৬০০ কোটি ডলার দানের পর তিনি নেমে এসেছেন ষষ্ঠ স্থানে।এর আগে গত বছরের জুনে বাফেট ৫৩০ কোটি ডলার এবং নভেম্বরে পারিবারিক দাতব্য সংস্থাগুলোর জন্য আরও ১১৪ কোটি ডলারের অনুদান দিয়েছিলেন।

এক বিবৃতিতে বাফেট জানিয়েছেন,তিনি বার্কশায়ার হ্যাথাওয়ের কোনো শেয়ার বিক্রি করবেন না; বরং নিজের সম্পদের বেশির ভাগ অংশ দান করে দিতে চান।মানবহিতৈষী কাজে নিজের অর্জিত সম্পদ ব্যয় করার ইচ্ছা থেকেই গত বছর তিনি নিজের উইল পরিবর্তন করেন।সেখানে বলা হয়েছে, মৃত্যুর পর তার বাকি সম্পদের ৯৯ দশমিক ৫ শতাংশ একটি দাতব্য ট্রাস্টে দেওয়া হবে,যার তত্ত্বাবধানে থাকবেন তার তিন সন্তান—সুসি (৭১), হাওয়ার্ড (৭০) ও পিটার (৬৭)।

গত বছরের জুনে তিনি আরও ঘোষণা দিয়েছিলেন,তার মৃত্যুর পর গেটস ফাউন্ডেশনের জন্য দেওয়া অনুদান বন্ধ হয়ে যাবে। ৯৪ বছর বয়সী এই বিনিয়োগ আইকন ২০০৬ সাল থেকে নিজের বিপুল সম্পদ জনকল্যাণে বিলিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন,তা এখন বাস্তব রূপ নিচ্ছে।

আরও খবর

Sponsered content