অপরাধ-আইন-আদালত

৫শ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আইনী নোটিশ দেন-চরমোনাই,পীর ফয়জুল করীম

  প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ৫:০৯:১২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পাঁচশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (২২ জুন) চরমোনাই পীরের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠান ইসলামী আইনজীবী পরিষদের নেতা ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল বাসেত। লিগ্যাল নোটিশের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী নিজেই।

সম্প্রতি অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলা নিয়ে সিইসির বক্তব্যকে দায়িত্বহীন ও কুরুচিপূর্ণ অ্যাখ্যায়িত করে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এ ছাড়াও লিগ্যাল নোটিশে তাকে পদত্যাগ করতেও বলা হয়েছে।

নোটিশে বলা হয়,ভোট কারচুপিতে বাধা দেয়ায় তার ওপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসির বক্তব্য দায়িত্বজ্ঞানহীন,অযাচিত, কুরুচিপূর্ণ,অমানবিক ও বেআইনি এবং অনৈতিক। যার ফলে চরমোনাই পীরের শারীরিক,মানসিক,সামাজিক ও রাজনৈতিক অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মর্যাদা ও সুনামের অবর্ণনীয় ক্ষতি হয়েছে।তার আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা।

উল্লেখ্য,১২ জুন দুপুরে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার অভিযোগ ওঠে।

বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে।

আরও খবর

Sponsered content