চাকরির খবর

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ কাল

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৩ , ১:২৪:২৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বছরে একটি বিসিএস পরীক্ষা আয়োজনের রূপরেখা বাস্তবায়নে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি।আগামীকাল বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।আজ বুধবার পিএসসির একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির এক কর্মকর্তা জানান, বিসিএস জট নিরসনে প্রতিবছর একটি বিসিএস পরীক্ষার আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে পিএসসি।

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

কমিশন সূত্রে জানা যায়,পিএসসির এক সভায় ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।এই বিসিএসে সর্বোচ্চ সংখ্যক ক্যাডার নিয়োগ পেতে পারেন। একইসঙ্গে নন-ক্যাডার প্রার্থীর সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে।

ইতিমধ্যে জনপ্রশাসন থেকে বিভিন্ন শূন্যপদের তালিকা করে পিএসসিতে পাঠানো হয়েছে। সে অনুযায়ী এই বিসিএস থেকে ক্যাডার পদে ৩ হাজারের বেশি এবং নন-ক্যাডার পদে তিন শতাধিক জনবল নিয়োগ দেওয়া হতে পারে।

আরও খবর

Sponsered content