আবহাওয়া বার্তা

৩-৪ দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে-আবহাওয়া অধিদপ্তর

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৪ , ২:৩৫:৪৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আগামী তিন থেকে চার দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে।

আজ সোমবার সকালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য অনুসারে,এদিন দেশের ২৪টি জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল।

রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা তুলনামূলক কম থাকবে।দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা অন্যান্য অঞ্চলের চেয়ে কমে যাবে।তবে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন,অন্যান্য বছরের চেয়ে এবার ঠান্ডা কম।ফলে আবহাওয়া পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন,আপাতত কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।কুয়াশা কেটে গেলে শৈত্যপ্রবাহ আসতে পারে।

গত ৩ জানুয়ারি তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর।

 

আরও খবর

Sponsered content