জাতীয়

২ জানুয়ারির আগে সংশ্লিষ্ট উপজেলা ও থানা শিক্ষা অফিসে গিয়ে এনআইডির ভুল সংশোধন করতে হবে-ইসি

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ২:০০:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় পরিচয় পত্রে (এনআইডি) কারও তথ্যগত ভুল থাকলে তা সংশোধনের আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।আগামী ২ জানুয়ারির আগে সংশ্লিষ্ট উপজেলা ও থানা শিক্ষা অফিসে গিয়ে এ ভুল সংশোধনের আবেদন করতে বলা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাতে জানানো হয়।

এতে বলা হয়েছে,আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধনেরর জন্য অনুরোধ করা হলো।

আরও খবর

জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা,জাহাঙ্গীর আলম চৌধুরী

বরিশালসহ চারটি বিভাগীয় শহর ঢাকার বিকল্প রাজধানীর প্রস্তাব

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত এবং দ্বীপে যাত্রিযাপন নিষিদ্ধসহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হবে-সৈয়দা রিজওয়ানা

জাতিসংঘ মানবাধিকার কমিশনের দেওয়া বিবৃতির তথ্যে ঘাটতি আছে- পররাষ্ট্রমন্ত্রী,একে আব্দুল মোমেন

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ও সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে মার্কিন সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন?

প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় ৯১ এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় ১৯ পেয়েও চাকরি পায়নি

Sponsered content