জাতীয়

জাতিসংঘ মানবাধিকার কমিশনের দেওয়া বিবৃতির তথ্যে ঘাটতি আছে- পররাষ্ট্রমন্ত্রী,একে আব্দুল মোমেন

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ১:৩২:১৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন,জাতিসংঘ মানবাধিকার কমিশনের দেওয়া বিবৃতির তথ্যে ঘাটতি আছে।সেটির প্রতিবাদ জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১ নভেম্বর)এ তথ্য জানান তিনি।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) জেনেভার জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অক্টোবর ২৮ পরবর্তী অবস্থা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কে আব্দুল মোমেন বলেন,অনেকগুলো কথা এখানে ভুল আছে এবং আসল ঘটনা থেকে বিবর্জিত।আমরা এর একটি প্রতিবাদ দেবো। কারণ,আমরা মনে করি যে,তারা ঠিকমতো ঘটনা জানে না।’

জাতিসংঘ মানবাধিকার কমিশনের দেওয়া বিবৃতির তথ্যে ঘাটতি আছে জানিয়ে তিনি বলেন,এ ধরনের প্রতিষ্ঠানের তথ্যে ঘাটতি থাকাটা খুবই দুঃখজনক।আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করবো।’

আরও খবর

Sponsered content