জাতীয়

১৩ নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই-জাহাঙ্গীর আলম চৌধুরী

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ৬:১১:২০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,১৩ নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই,আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ।

আজ রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই।

মোতায়েন করা সেনাবাহিনীর ৫০ শতাংশ তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান,সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে।মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না।

আরও খবর

Sponsered content