অপরাধ-আইন-আদালত

হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হলেন সাফি-উস-সাফা

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ৫:৩৬:৪৮ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হলেন সাফি-উস-সাফা।গত চার বছর আগে অত্যন্ত দক্ষতার সাথে ঢাকা জজকোর্টের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হন।তালিকাভুক্তি হওয়ার পর থেকে তিনি সাধারণ মানুষের অধিকার এবং ন্যায়-বিচার নিশ্চিত করার জন্য আইনি সহায়তায় নিযুক্ত রয়েছেন।

তিনি অবসরপ্রাপ্ত উর্ধ্বতন সরকারি কর্মকর্তা আবদুস সাত্তার মিয়াজীর জৈষ্ঠকণ্যা এবং একটি বিদেশি ব্যাংকে উদ্ধর্তন পদে কর্মরত শিব্বির আহমেদ শুভ্র’র সহধর্মিনী।ইংল্যালেন্ড-এ অবস্থিত ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি এবং নিউ ক্যাসেলে অবস্থিত নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রী লাভ করেন।তারপর লন্ডনে অবস্থিত সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন- এ ব্যারিস্টার ডিগ্রী গ্রহণ করার সুযোগ পান।

পারিবারিক জীবনে সাফি-উস-সাফা দুই সন্তানের জননী।তাঁর বড় মেয়ের বয়স আট বছর।সে প্রথম শ্রেণিতে পড়াশুনা করছে।ছোট মেয়ের বয়স তিন বছর।

তিনি সবার কাছে দোয়া প্রার্থী।

আরও খবর

Sponsered content