অপরাধ-আইন-আদালত

হাইকোর্টে রিট,প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ক্ষমতা নিয়ে

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ৪:৩৮:২১ প্রিন্ট সংস্করণ

হাইকোর্টে রিট,প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ক্ষমতা নিয়ে

নিজস্ব প্রতিবেদক।।অন্তর্বর্তীকালীন সরকার কোন আইনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করছে’—এই প্রশ্নকে কেন্দ্র করে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। আসন্ন নির্বাচন ২০২৬কে সামনে রেখে নির্বাচনকালীন সরকারের আইনগত বৈধতা ও ক্ষমতার সীমা নির্ধারণে এই রিটটি বিশেষ গুরুত্ব বহন করছে।

রিটকারী আবেদনে উল্লেখ করেন,সংবিধান ও প্রযোজ্য আইন অনুযায়ী নির্বাচন আয়োজনের দায়িত্ব কার,এবং অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে সেই দায়িত্ব পালন করছে—এটি স্পষ্ট নয়।তিনি আদালতের কাছে সরকারের অবস্থান ও ক্ষমতার আইনগত ব্যাখ্যা চেয়েছেন।

রিটে প্রধান নির্বাচন কমিশন,মন্ত্রিপরিষদ সচিব,আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। পাশাপাশি নির্বাচন পরিচালনায় ব্যবহৃত আইন,অধ্যাদেশ বা নির্বাহী আদেশের অনুলিপি আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবীরা বলছেন,এই রিটের শুনানি হলে নির্বাচনকালীন সরকারের সাংবিধানিক অবস্থান ও ক্ষমতার আইনি ভিত্তি স্পষ্ট হবে। এতে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধি পাবে।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে,আদালতে বিষয়টি উপস্থাপিত হলে সরকারের অবস্থান ব্যাখ্যা করা হবে।হাইকোর্ট রিটটি গ্রহণযোগ্যতা যাচাই করে শুনানির জন্য নির্ধারণ করতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,নির্বাচন ২০২৬ সামনে রেখে এ ধরনের আইনি প্রশ্ন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করতে পারে।

রিটকারীর নাম ও আইনজীবীর বক্তব্য আদালতে উপস্থিত না হওয়ায় তা আপাতত প্রকাশ করা হয়নি।

আরও খবর

Sponsered content