রাজনীতি

হলফনামায় আমিরে জামায়াতের সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৬:২০:১১ প্রিন্ট সংস্করণ

হলফনামায় আমিরে জামায়াতের সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচনী হলফনামায় নিজের ও পরিবারের নামে থাকা সম্পদের বিস্তারিত বিবরণ জমা দিয়েছেন।হলফনামা অনুযায়ী তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ এক কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৪৭৪ টাকা।এ ছাড়া তার বার্ষিক আয় দেখানো হয়েছে তিন লাখ ৬০ হাজার টাকা।

হলফনামায় উল্লেখিত সম্পদের খাতভিত্তিক বিবরণ নিম্নরূপ—

ভূমি ও স্থাবর সম্পদ:
আমিরে জামায়াতের নামে রয়েছে ২১৭ শতক কৃষিজমি, যার ঘোষিত মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা।পাশাপাশি ১৩ শতক অকৃষি জমি রয়েছে,যার মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৮৩৪ টাকা।

এ ছাড়া ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর নির্মিত একটি ডুপ্লেক্স আবাসিক ভবন রয়েছে,যার মূল্য ধরা হয়েছে ২৭ লাখ টাকা।

চলমান ও অস্থাবর সম্পদ:

হলফনামা অনুযায়ী তার মালিকানায় রয়েছে একটি মোটরযান,যার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ ৪ লাখ ৯০ হাজার ২৬৩ টাকা।

নগদ অর্থ হিসেবে তিনি দেখিয়েছেন ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা।

অন্যান্য সম্পদ:
আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।
ব্যক্তিগত অলঙ্কার হিসেবে রয়েছে ১০ ভরি সোনা,যার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা।

এ ছাড়া বিভিন্ন কোম্পানির শেয়ার বাবদ সম্পদের মূল্য ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা।

হলফনামায় প্রদত্ত তথ্য অনুযায়ী,এসব সম্পদ ও আয়ের বিপরীতে কোনো খেলাপি ঋণ বা দায়ের উল্লেখ নেই।

আরও খবর

Sponsered content