রাজনীতি

আলালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ৩:৪৭:২৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুর এবং নাশকতার অভিযোগ ও বিস্ফোরক আইনে পল্টন থানার মামলায় গ্রেপ্তার হওয়া এই নেতাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,বুধবার বিকেলে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আদালতে হাজির করে পুলিশ।এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার এসআই ফরহাদ মাতুব্বর।

তিনি আরও জানান,বিএনপিপন্থি আইনজীবীরা ও আলাল নিজে তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তাকে রিমান্ডে চেয়ে জামিনের বিরোধিতা করেন।উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে,মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন শহীদবাগ এলাকা থেকে আলালকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর আসামিরা রাজারবাগ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ইট-পাটকেল ছুড়ে জাদুঘরের কাঁচ ভেঙে ক্ষতিসাধন করে।এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশের অস্ত্র ছিনতাই হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়।

আরও খবর

Sponsered content