সারাদেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালটি ভাঙা শুরু

  প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ১১:৪৩:০৮ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের জন্য ভিভিআইপি টার্মিনালটি ভাঙা শুরু হয়েছে।রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই টার্মিনাল দিয়ে যাতায়াত করেছেন।

জানা গেছে,তৃতীয় টার্মিনাল প্রকল্পের আওতায় নতুন একটি ভিভিআইপি টার্মিনাল নির্মাণ করা হবে।তাই প্রকল্পের কাজের জন্য বর্তমান ভিভিআইপি টার্মিনালটি ভেঙে ফেলা হচ্ছে।এই সময়ে ভিভিআইপি যাত্রীদের জন্য বিমানবন্দরে অস্থায়ী একটি টার্মিনাল নির্মাণ করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন,তৃতীয় টার্মিনালের ট্যাক্সিওয়ের জন্য বর্তমান ভিভিআইপি টার্মিনাল ভেঙে ফেলা হচ্ছে।তবে এ সময়ে ব্যবহারের জন্য অস্থায়ী একটি টার্মিনাল বানানো হয়েছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares