অপরাধ-আইন-আদালত

সেই সমন্বয়ক ফারজানা তমা ১০ লক্ষ টাকা চাঁদাবাজির মামলায় গ্রেফতার

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ৭:০২:৩৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর উত্তরায় বীর মুক্তিযোদ্ধা বিএনপির নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উস্কানিমূলক স্লোগান দিয়ে সমালোচিত হওয়া সমন্বয়ক ফারজানা তমাকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।তার বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ (৬২) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন,গত ১১ সেপ্টেম্বর,২০২৫ তারিখে রাত আনুমানিক ১টা ১০ মিনিটে আসামী এইচএম ওসমান রেজা,তানজীল,ফারজানা তমাসহ অজ্ঞাত আরও কয়েকজন উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের একটি বাসায় অনধিকার প্রবেশ করে।

এজাহারে বলা হয়,আসামীরা পূর্বের একটি মামলা আপোষ করার কথা বলে ভয়ভীতি দেখিয়ে বাদীর ভগ্নিপতিকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার জন্য ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।তাদের হুমকিতে বাদী বিভিন্ন স্থান থেকে বহু কষ্টে ৫ লক্ষ ৫০ হাজার টাকা সংগ্রহ করে আসামীদের প্রদান করেন।কিন্তু আসামীরা বাকি ৪ লক্ষ ৫০ হাজার টাকার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে এবং টাকা না দিলে বাদী ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করে।

এই চাঁদাবাজির ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবার উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ফারজানা তমাকে গ্রেফতার করে।

উল্লেখ্য,ফারজানা তমা এর আগেও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে “হাসিনা কত টাকা দিছে” এবং “ফজলু আমার শাউ’য়া” এর মতো অবমাননাকর ও উস্কানিমূলক স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন।সেই ঘটনার পর এবার চাঁদাবাজির মতো গুরুতর ফৌজদারি অপরাধে তার গ্রেফতারের খবরটি প্রকাশ্যে এসেছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পুলিশ জানিয়েছে,নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমাকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরও খবর

Sponsered content