প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৫ , ৬:২০:২৮ প্রিন্ট সংস্করণ
ঢাবি প্রতিনিধি।।সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না রাখার সিদ্ধান্তকে ‘সাধুবাদ’ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

সোমবার এ সংক্রান্ত ঘোষণার পর তিনি বলেন,সাত কলেজের প্রত্যেকটি কলেজ,কলেজ হিসেবেই যথেষ্ট স্বনামধন্য।সরকার যদি মনে করে তাদেরকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করা সম্ভব।তাদের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা উচিত বলে আমি মনে করি।
“ঢাকা কলেজ ও ইডেন কলেজের মত কলেজগুলোর আবাসিক হলেরও ব্যবস্থা রয়েছে।সেক্ষেত্রে বলা যায় সম্মিলিত বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেও সে সিদ্ধান্তটি খারাপ হবে না।”
বেশ কিছুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।তাদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ আলাদা প্রতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা তৈরির জন্য গত ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করে।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার মধ্যরাতে বিশ্ববিদ্যালটির শিক্ষার্থী ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ মারামারির পর সোমবার ডাকা জরুরি বৈঠকে সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত থাকবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।
বিষয়টি নিয়ে উমামা ফাতেমা বলেন,“সাত কলেজের শিক্ষার্থীদের জন্য যে প্রধান সমস্যাগুলো রয়েছে,সেগুলো আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তিতে সমাধান করা সম্ভব ছিল না।কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেদের বিভিন্ন সমস্যা সমাধান করেই কুল পায় না।তারা সাত কলেজের সমস্যার সমাধান কীভাবে করত?”
অধিভুক্তি থেকে বের হওয়ার পর সাত কলেজের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজিয়ে তাদের ক্লাস পরীক্ষা বাড়ানো উচিত বলে মনে করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দীন বলেন,অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তটি নিয়মানুযায়ী আমাদের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে যাবে।সেখানে চূড়ান্তভাবে গৃহীত হবে।

















