প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১০:২৮:২৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।আজ শুনানি শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলাটির তদন্ত চলমান থাকায় এবং অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে এই পর্যায়ে জামিন মঞ্জুর করা হয়নি।
উল্লেখ্য,সেলিনা বেগম এর আগেও বিভিন্ন সময় নানা অভিযোগ ও বিতর্কে আলোচিত হয়েছেন।তার বিরুদ্ধে একাধিক বিয়ে,সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইল এবং শারীরিক নির্যাতনের মতো অভিযোগের কথা বিভিন্ন সময় সামনে এসেছে—যেগুলো নিয়ে সামাজিক ও প্রশাসনিক মহলে আলোচনা-সমালোচনা চলেছে।
সর্বশেষ আলোচনার সূত্রপাত হয় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। ওই ভিডিওতে লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির এক সাবেক কালচারাল কর্মকর্তাকে অফিস কক্ষে শারীরিকভাবে নির্যাতনের দৃশ্য দেখা যায় বলে অভিযোগ ওঠে।বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট সাইবার মামলার তদন্ত জোরদার হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে সেলিনা বেগমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।মামলার পরবর্তী শুনানি ও তদন্তের অগ্রগতির ওপরই তার আইনি ভবিষ্যৎ নির্ভর করবে বলে জানিয়েছেন আইনজ্ঞরা।

















