অপরাধ-আইন-আদালত

সহকারী শিক্ষক পদে ১৭৬ জনকে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে রুল জারি করেছেন-হাইকোর্ট

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ৪:৫৯:২৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ কেন অবৈধ হবে না- তা জানতে চাওয়ার পাশাপাশি রিটকারী ১৭৬ জনকে মেধার ভিত্তিতে কেন নিয়োগ দেওয়া হবে না-তাও জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ ২২জানুয়ারি ২০২৩ইং রোজ রোববার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

জনপ্রশাসন সচিব,শিক্ষা সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

অ্যাডভোকেট মো. কামাল হোসেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন।রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত অনুত্তীর্ণ দেশের বিভিন্ন জেলার ১৭৬ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট করেন।নোয়াখালীর মো. মোহন চৌধুরী,সিরাজগঞ্জের মো. খোকন শেখ,ভোলার তানজিল হোসেন,আবুল কালাম আজাদসহ বিভিন্ন জেলার ১৭৬ জন প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটে প্রাথমিক শিক্ষক বিধিমালায় কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া ও মেধার ভিত্তিতে না নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়।গত ১৪ ডিসেম্বর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৩৭ হাজার ৫৭৪ জন।

আরও খবর

Sponsered content