শিক্ষা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে-শিক্ষা মন্ত্রণালয়

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৫:৩০:২১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।চাকরি ছাড়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে দেখা গেছে,১৭ জন সহকারী শিক্ষকের চাকরি থেকে অব্যাহতির কারণের মধ্যে ১৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে অন্যত্র চাকরি হওয়ার কারণে।আর একজন চাকরি ছাড়ার আবেদন করেছেন পারিবারিক কারণ দেখিয়ে।

আদেশে বলা হয়,সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সুপারিশ অনুযায়ী শর্ত সাপেক্ষে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।

শর্ত:-চাকরি থেকে অব্যাহতি দেওয়ার শর্তে বলা হয়েছে,সরকারি কোনও পাওনা ভবিষ্যতে উদ্ঘাটিত হলে তিনি তা পরিশোধ করতে বাধ্য থাকবেন।তাদের স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে এবং চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না হওয়ায় তারা কোনোরূপ আর্থিক ও অনার্থিক সুযোগ-সুবিধা পাবেন না।

আরও খবর

Sponsered content