জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ৩:১০:৩৫ প্রিন্ট সংস্করণ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সরকারি,আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশ নির্বাচন কমিশনের ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের ৪৫৩ নম্বর স্মারকের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থীর পক্ষে সরকারি,আধা সরকারি,স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করলে তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা,২০২৫-এর ২০(খ), ২১(ক) ও ২১(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এমতাবস্থায়,কাউখালী উপজেলার সকল সরকারি,আধা সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, পুলিশ সুপার,সহকারী কমিশনার (ভূমি),উপজেলা নির্বাচন অফিসার,কাউখালী থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

📌 আইনি বিশ্লেষণ ও ব্যাখ্যা

১. আচরণ বিধিমালা লঙ্ঘন:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করতে আচরণ বিধিমালা ২০২৫ প্রণীত।এর ২০(খ),২১(ক) ও ২১(খ) ধারা অনুযায়ী নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

২. নির্বাচনের সুষ্ঠুতা রক্ষা:
রাষ্ট্রীয় ক্ষমতা বা সরকারি প্রভাব ব্যবহার করে কোনো প্রার্থী সুবিধা পেতে পারে—এমন আশঙ্কা দূর করতেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

৩. শাস্তিমূলক ব্যবস্থা:
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা,নির্বাচন কমিশনের সুপারিশে আইনানুগ পদক্ষেপ এবং প্রার্থীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

৪. শিক্ষা প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত:
শুধুমাত্র প্রশাসনিক কর্মকর্তা নয়,শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

আরও খবর

Sponsered content