রাজনীতি

সন্ত্রাসী হামলায় আহত কর্মীকে দেখতে হাসপাতালে জাপা কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২২ , ৫:০০:২২ প্রিন্ট সংস্করণ

0Shares

পিরোজপুর প্রতিনিধি।।পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুসখালি ইউনিয়নের জাতীয় পার্টির সাধারন সম্পাদক সফিকুল ইসলামকে সন্ত্রাসীরা কুপিয়ে পা বিচ্ছিন্নসহ সারাশরীরে যখম করে দেয়।

তাকে দেখতে ছুটে যান আজ ৩টার সময় ঢাকা মেডিকেলে হসপিটালে, সাবেক মন্ত্রী,জাতীয় পার্টির সাবেক মহাসচিব কো-চেয়ারম্যান -বীর মুক্তিযুদ্ধো এ,বি এম রুহুল আমিন হাওলাদার -সহ সাবেক মন্ত্রী,মহাসচিব মজিবুল হক চুন্নু এম পি ও ঢাকা উত্তরের সভাপতি প্রেসিডিয়াম সদস্য সফিকুল ইইসলামে সেন্টু এবং সাবেক ছাত্র নেতা প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শফিকুল এর চিকিৎসার সার্বিক খোজ-খবর নেন এবং আর্থিক সাহায্য করেন।তার চিকিৎসার সকল খরচ আশ্বাস দেন। তাছাড়াও জাতীয় পার্টি একটি পরিবার।শফিকুল ইসলামের পাসে জাতীয় পার্টি আছে থাকবে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares