রাজনীতি

শ্রীপুরে কে হচ্ছেন আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদক?

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২২ , ৮:২৩:৫৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ১৭জন। চারটি গ্রুপে বিভক্ত হলেও কেউই আওয়ামী লীগের গনতন্ত্রে বিশ্বাসী নয়।এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে হামলা,জাতির পিতার ও প্রধানমন্ত্রী ছবি ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাট, ককটেল বিস্ফোরণ সহ নানাবিধ অভিযোগ রয়েছে অধিকাংশের বিরুদ্ধে।কেউবা আবার নিজের ফায়দা হাসিলের উদ্দেশ্যে আত্মীয়করণ করে দলীয় নেতা কর্মীদের হামলা-মামলায় পঙ্গু করেছেন।

এসব বিবেচনায় রেখে শ্রীপুর ইউনিয়নের আওয়ামী লীগের কমিটি গঠনে ঢেলে সাজিয়ে তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়ে কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সুত্রটি জানিয়েছেন,বিতর্ক সৃষ্টি হয়,এমন কিছু করা হবেনা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছে, তাদেরকে কমিটিতে স্থান দেয়া হবে।

গত রোববার (১৩ নভেম্বর ২০২২) বিকেল সাড়ে চারটায় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আলিমাবাদ ইউনিয়নের সাবেক সভাপতি ও নবগঠিত শ্রীপুর ইউনিয়নের সদস্য মাষ্টার মমতাজুল হক মৃধা,আলিমাবাদ ইউনিয়নের সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা,আলিমাবাদ ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী মেজবাহউদ্দিন ফরহাদের চাচাতো ভাই, সাবেক চেয়ারম্যান কাজী আঃ রশীদের ছেলে বর্তমানে কৃষক লীগের সহ-সভাপতি (মেহেন্দিগঞ্জ উপজেলা) কাজী সাখাওয়াত হোসেন রুবেল,আলিমাবাদ ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি শ্রী বাবুল চন্দ্র রায়,যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম চৌকিদার সভাপতি পদে প্রার্থী হচ্ছেন।সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন আলিমাবাদ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আঃ ছালাম হাওলাদার, সাবেক মেম্বার মোঃ মাহমুদুল হাসান বেপারী, যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হাফেজ খান, যুবলীগের যুগ্ম সম্পাদক (মেহেন্দিগঞ্জ উপজেলা) তরিকুল ইসলাম সুহাদ। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন-আলিমাবাদ ইউনিয়নের আহ্ববায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও প্রচার সম্পাদক জয়নাল আবেদীন বেপারী,আমির হোসেন গাজী, আবুল হোসেন সিকদার সহ সর্বমোট ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চতুর্থমুখী রাজনৈতিক সংকট ও সহিংসতায় নিয়ন্ত্রণে আওয়ামী লীগের কমিটি গঠনে ব্যাপক চমক নিয়ে নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে রাজনৈতিক পরাশক্তি দমনে তরুণ প্রজন্মের সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিস্তারিত আসছে——–

আরও খবর

Sponsered content