প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ , ৬:১৪:২২ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল,বরিশালের হেমাটোলজি বিভাগে বিভিন্ন হেমাটোলজিক্যাল পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে।হাসপাতালের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত হেমাটোলজি ল্যাবরেটরি (কক্ষ নম্বর–২৩৯) থেকে এই পরীক্ষাগুলো পরিচালনা করা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,সাধারণ রোগী ও বিশেষায়িত চিকিৎসাসেবার প্রয়োজন অনুযায়ী পরীক্ষাগুলোকে জেনারেল হেমাটোলজি,কোয়াগুলেশন টেস্ট,স্পেশাল হেমাটোলজি, ইলেক্ট্রোফোরেসিস এবং থ্রম্বোফিলিয়া স্ক্রিনিং টেস্ট—এই কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে।নির্ধারিত দিনে স্যাম্পল সংগ্রহ ও রিপোর্ট প্রদান করা হচ্ছে রিএজেন্ট সরবরাহ সাপেক্ষে।
জেনারেল হেমাটোলজি পরীক্ষাসমূহ
প্রতিদিন স্যাম্পল সংগ্রহ ও রিপোর্ট প্রদান করা হয় এমন পরীক্ষার মধ্যে রয়েছে—
কমপ্লিট ব্লাড কাউন্ট (CBC) ও ESR পরীক্ষার ফি ২০০ টাকা। CBC-এর সঙ্গে পেরিফেরাল ব্লাড ফিল্ম (PBF) পরীক্ষার ফি ২৫০ টাকা।শুধু PBF পরীক্ষার জন্য ১০০ টাকা এবং শুধুমাত্র প্লাটিলেট কাউন্ট পরীক্ষার জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ম্যালেরিয়াল প্যারাসাইট পরীক্ষা ও সার্কুলেটিং ইওসিনোফিল কাউন্টের ফি ২০ টাকা এবং রেটিকুলোসাইট কাউন্ট পরীক্ষার ফি ১০০ টাকা।
কোয়াগুলেশন টেস্ট
সপ্তাহে দুই দিন (রবিবার ও বুধবার) স্যাম্পল সংগ্রহ এবং সোমবার ও বৃহস্পতিবার রিপোর্ট প্রদান করা হয়।
ব্লিডিং টাইম ও ক্লটিং টাইম পরীক্ষার ফি ৩০ টাকা। প্রোথ্রোম্বিন টাইম (PT) পরীক্ষার জন্য ১০০ টাকা এবং APTT পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
থ্রম্বিন টাইম পরীক্ষায় খরচ ৫০০ টাকা, ফাইব্রিনোজেন ৬০০ টাকা,ডি-ডাইমার ৬০০ টাকা এবং FDP পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
স্পেশাল হেমাটোলজি ও বোন ম্যারো পরীক্ষা
ক্লট রিট্র্যাকশন টেস্টের ফি ২০০ টাকা,ক্লট সলিউবিলিটি টেস্ট ৩০০ টাকা এবং ক্লটিং মিক্সিং স্টাডির ফি ৫০০ টাকা।
ফ্যাক্টর VIII ও ফ্যাক্টর IX অ্যাসের জন্য ৬০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
বোন ম্যারো অ্যাসপিরেশন পরীক্ষার ফি ৬০০ টাকা এবং বোন ম্যারো ট্রেফাইন বায়োপসি ও ইমপ্রিন্টসহ পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা।
এছাড়া হিমোগ্লোবিন H ইনক্লুশন ডিটেকশন পরীক্ষার ফি ৫০০ টাকা,সিকলিং টেস্ট ৪০০ টাকা,অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট ৫০০ টাকা এবং ইউরিন ফর বেন্স জোন্স প্রোটিন পরীক্ষার ফি ১০০ টাকা।
ইলেক্ট্রোফোরেসিস ও থ্রম্বোফিলিয়া স্ক্রিনিং
হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস ও সিরাম প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস পরীক্ষার ফি ৬০০ টাকা করে। HbA2/C ইলেক্ট্রোফোরেসিস পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
থ্রম্বোফিলিয়া স্ক্রিনিংয়ের মধ্যে অ্যান্টি-থ্রম্বিন III, প্রোটিন C ও প্রোটিন S পরীক্ষার ফি ১ হাজার ৫০০ টাকা করে। ফ্যাক্টর V লেইডেন পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট পরীক্ষার ফি ৮০০ টাকা।
রোগীদের প্রত্যাশা ও কর্তৃপক্ষের বক্তব্য
রোগী ও তাদের স্বজনরা বলছেন, সরকারি হাসপাতালে এই মূল্য তালিকা কার্যকরভাবে অনুসরণ করা হলে ব্যয়বহুল বেসরকারি ল্যাবের ওপর নির্ভরতা কমবে।বিশেষ করে রক্তরোগে আক্রান্ত রোগীরা স্বল্প খরচে পরীক্ষা করানোর সুযোগ পাবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,নির্ধারিত সরকারি মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের দাবি,মূল্য তালিকাটি দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করলে রোগীদের ভোগান্তি আরও কমবে।


















