সারাদেশ

শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২৪ , ৪:২৩:৪৮ প্রিন্ট সংস্করণ

শেবাচিম (বরিশাল) প্রতিনিধি।।সারা দেশের ন্যায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছে।সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় দাবি আদায়ের লক্ষ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে সাধারণ ইন্টার্ন চিকিৎসকদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে শনিবার (২৩ মার্চ) রাত থেকে দাবি আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করেন সাধারণ ইন্টার্ন চিকিৎসকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন,দ্রব্যমূল্যের উর্ধগতির এই বাজারে বর্তমানে আমাদের যে সম্মানি ভাতা প্রদান করা হয় সেইটা খুবই সামান্য।এই উর্ধগতির বাজারে এই সম্মানি ভাতা দিয়ে আমরা কোনভাবেই চলতে পারছিনা।আমাদের এই দাবি এখনকার নয়। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও আমাদের বেতন ভাতা বৃদ্ধি হয়নি।তাই বেতন ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে আমাদের এ আন্দোলন।দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো। মানববন্ধনে অংশগ্রহণ করেন, ডা: মাহিউর, ডা: অর্ঘ বিশ্বাস, ডা: নাজমুল,ডা: সুদিপ্ত, ডা: সাগর, ডা: আলী,ডা: অনামিকা, ডা: ঐশী, ডা: সানজিদা, ডা: রুপা, ডা: তিথি সহ শেবাচিম হাসপাতালের অন্যান্য সাধারণ ইনটার্ন চিকিৎসকবৃন্দ।এদিকে সকাল থেকে হাসপাতালে অন্যান্য স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও নতুন রোগীরা সমস্যায় পড়েছেন।হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই ইন্টার্ন চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা প্রদান করেন।কিন্তু কর্মবিরতি থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। সাধারণ ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ডা: রিশাদ বলেন,আমরা বাধ্য হয়ে এ আন্দোলনে নেমেছি।রোগীদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

আরও খবর

Sponsered content