Uncategorized

শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন না করতে নির্দেশ দিয়েছে-মাউশি

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৫ , ৫:৪৩:৪২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তা/কর্মচারী,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি-সদস্যদের শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন না করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিটি সব প্রধান শিক্ষক,অধ্যক্ষ,মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক (মাধ্যমিক) জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়,শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কর্মকর্তা/কর্মচারী,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা,ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গত ৩০ জুন নির্দেশনা দেয়া হয়।

এ অবস্থায় ওই নির্দেশনা অনুযায়ী অধিদফতরের আওতাধীন কোনো কর্মকর্তা/কর্মচারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা,ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যদের সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত ২১ মে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সই করা পরিপত্রে বলা হয়,শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন অফিসগুলোর কোনো কোনো কর্মকর্তা/কর্মচারী,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা,ম্যানিজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্য বিধিবহির্ভূত ব্যক্তিগত অভিযোগ/এমপিও সংশ্লিষ্ট আবেদনসহ অন্যান্য আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন দাখিল/পাঠিয়ে থাকেন।এ ধরনের আবেদনের কার্যক্রম/ব্যবস্থা গ্রহণের বিধিগত সুযোগ নেই। এ-জাতীয় আবেদন করার কারণে এ বিভাগের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

আরও খবর

Sponsered content