শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক জরিপ কার্যক্রম শুরু

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ১:৩১:৩২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।শুরু হয়েছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক জরিপ কার্যক্রম।রবিবার(৩ সেপ্টেম্বর) থেকে এই জরিপ কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) ব্যানবেইস থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জরিপের মাধ্যমে তথ্য এন্ট্রির নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা,ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তথ্য এন্ট্রির সুযোগ পাবে। ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কুমিল্লা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের ২১ জেলার,আর ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী,রংপুর ও বরিশাল অঞ্চলের ২২টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তথ্য এন্ট্রির সুযোগ পাবে।

শিক্ষা ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের প্রয়োজন। শিক্ষা সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও শিক্ষা ব্যবস্থাপকদের চাহিদা অনুযায়ী নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করা এসডিজি-৪ বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতসহ শিক্ষা ক্ষেত্রে সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের গুরুত্ব অপরিসীম।এ লক্ষ্যে প্রতিবছর দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যানবেইস প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে।এ বছর দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালিত হবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: শিক্ষা

৬৫,৫০২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ

শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না-শিক্ষা মন্ত্রণালয়

নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ও পাসের হার না থাকলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ

অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণ সহ স্নাতক পড়াশোনার আর্থিক সহায়তা দেবে-অন্তর্বর্তী সরকার

গণহারে বদলিঃ-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্হগিত

শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা দিয়েছে-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়