চাকরির খবর

শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তিতে ২৩ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন

  প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ৫:৫০:২৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বেসরকারি শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তিতে ২৩ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন,৯৭ হাজারের বেশি পদ শূন্য অথচ আবেদন এত কম।সময়মতো পরীক্ষা নিতে ব্যর্থ ও ফল প্রকাশে দেরিসহ নানা কারণে অনেক প্রার্থীর আবেদনের বয়স পেরিয়ে গেছে।ফল আবেদন কম পড়েছে।খুব দ্রুত আরেকটি গণ বিজ্ঞপ্তি ও পরীক্ষা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে।

জানা যায়,যারা আবেদন করেছেন তাদের মধ্যেও একটা অংশ বাদ পড়বেন।ফলে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের সংখ্যা আরও কমবে।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।এর মধ্যে স্কুল অ্যান্ড‌ কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬,মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।গত ১৭ এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। গত বৃহস্পতিবার আবেদন শেষ হয়েছে।

চলতি মাসেই প্রাথমিক সুপারিশ করার তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও খবর

Sponsered content