চাকরির খবর

চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধাতালিকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৩ , ৪:৪৮:৩৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধাতালিকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই।১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলছে।পরীক্ষা শেষ হওয়ার পর পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে।পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ৫৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত সুপারিশ পান ৩৪ হাজার শিক্ষক।পরবর্তীতে শূন্য আসনের বিপরীতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করে এনটিআরসিএ।চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের কথা থাকলে চূড়ান্ত সুপারিশ পান ২৭ হাজারের কিছু বেশি প্রার্থী।

চাকরিপ্রার্থীরা বলছেন,চতুর্থ গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের অর্ধেকেরও কম প্রার্থী নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন। ৩০ হাজারের মত পদ ফাঁকা।এই পদগুলোতে দ্বিতীয় মেধাতালিকা থেকে নিয়োগ সুপারিশ করলে অনেক বেকারের কর্মসংস্থান হবে।

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান বলেন, ৪র্থ গণবিজ্ঞপ্তিতে পদ খালি থাকলেও ওই পদের যোগ্য লোক নেই।আবার যোগ্য লোক থাকলেও পদ খালি নেই।কলেজ পর্যায়ে শূন্য পদ নেই বললেই চলে।তবে স্কুল পর্যায়ে অনেক ফাঁকা পদ থাকলেও সেসব পদের যোগ্য প্রার্থী নেই।

তিনি আরও বলেন,এখন ১৭ তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে।এই নিবন্ধনের মাধ্যমে আমরা বেশ কিছু যোগ্য প্রার্থী পাব বলে আশাবাদী।তখন চতুর্থ গণবিজ্ঞপ্তির শূন্য পদসহ নতুন করে সংগৃহীত শূন্য পদ নিয়ে আমরা ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো।

আরও খবর

Sponsered content