শিক্ষা

শান্ত-মরিয়ম নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন-ড. মো. শাহ-ই-আলম

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৩ , ৪:৪৭:৫২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর উত্তরায় পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষাবিদ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম।

রাষ্ট্রপতির এক আদেশে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমইউসিটির রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,শান্ত-মরিয়ম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কর্তৃক প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমকে নিয়োগ দেন।

অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম ইউনিভার্সিটি অব সোয়ানসি, ইউকে থেকে বায়োটেকনোলজি বিষয়ে পোস্ট ডক্টরাল ও ইনস্টিটিউট অব এগ্রোনমি,রোমানিয়া থেকে প্ল্যান্ট ব্রিডিংয়ে পিএইচডি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচার ও জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিংয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন।

আরও খবর

Sponsered content