অপরাধ-আইন-আদালত

লাখো নথি বিনষ্ট করার ঘোষণা দিয়েছেন-হাইকোর্ট

  প্রতিনিধি ১৯ জুন ২০২৪ , ৬:৪০:১৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আপত্তি থাকলে ১৪ দিনের মধ্যে যোগাযোগের সুযোগ রেখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন শাখায় সংরক্ষিত বিভিন্ন মামলার লাখো নথি বিনষ্ট করার ঘোষণা দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানী-২) সাঈদ-উল ইসলাম স্বাক্ষরিত গত ৯ জুনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে,সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারী রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন এবং উইডিংকৃত ফৌজদারী ১,৫৪,১০০টি মামলার পার্ট-২ নথি।কোর্ট কীপিং শাখার তত্ত্বাবধানে এ্যানেক্স ভবনের আন্ডার গ্রাউন্ডে স্টোর কক্ষে সংরক্ষিত হাইকোর্ট বিভাগের পুরাতন কজলিস্ট,রিট রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার মোট ১৩,০০০টি পার্ট-২ নথি, সিভিল রেকর্ড (মূলভবন) শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার (১৯৯৭ সাল থেকে ২০০০ সালের আংশিক) মোট ২০,৫৭০টি পার্ট-২ নথি এবং এস.সি.এ শাখার সংরক্ষিত পাঁচ বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত (২০১৭ সাল থেকে ২০২২ সালের আংশিক) মোট ২০,০০০টি ফাইল বিনষ্ট করা হবে।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে,সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লেখিত এসব মামলার নথির বিষয়ে কারো কোন আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

আরও খবর

Sponsered content