প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৫ , ৬:১৩:৪৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আন্দোলনকারীদের সঙ্গে আশ্বাস দিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ না করায় আগামীকাল রোববার (৬ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম অভিযোগ করেন বলেন,স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন ইফতার পার্টিতে যোগ দিলেও বিডিআর সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় পান না।কিসের চাপে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন না সেটির ব্যাখ্যা দিতে হবে।’
এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরকারি সব সুবিধা দিয়ে দ্রুত চাকরিতে পুনর্বহাল ও গঠিত স্বাধীন কমিশন তদন্ত দ্রুত শেষ করে নিরপরাধ কারাগারে বন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানানো হয়।
এসব দাবি আদায়ে রোববার থেকে শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান ফয়জুল আলম।একইসঙ্গে বিডিআরের ঘটনায় সেনাপ্রধানের ফুলস্টপ বলে দেয়া মন্তব্য থেকে সরে এসে নির্দোষ বিডিআর সদস্যদের পাশে থাকার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

















