আন্তর্জাতিক

রাশিয়ার সমর্থন হারিয়ে পালাতে বাধ্য হন আল আসাদ-ডোনাল্ড ট্রাম্প

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৫:৩২:৪৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।রাশিয়ার সমর্থন হারিয়ে পালাতে বাধ্য হয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার (৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে লিখেছেন,সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ার সমর্থনে চলতেন। এখন যেহেতু তিনি রাশিয়ার সমর্থন হারিয়েছেন,সেজন্য তার পতন হয়েছে।

তিনি আরো বলেন,আসাদের দিন শেষ।তার ভরসা ছিল রাশিয়া।এখন রাশিয়া তাকে সমর্থন দিতে আগ্রহী নয়। কারণ, রাশিয়ার নেতৃত্ব দিচ্ছেন পুতিন।তিনি আসাদকে আর কোনোদিন সাহায্য করবেন না।

এর আগে গতকাল ট্রাম্প বলেছিলেন,সিরিয়া নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন।তিনি বলেন, ‘সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র।দেশটি আমাদের বন্ধু নয়।’

তিনি আরো বলেন,সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই।এটা আমাদের লড়াই নয়।যারা লড়ছে,তাদের লড়তে দিন।এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই।’

সূত্র : আল জাজিরা

আরও খবর

Sponsered content