রাজনীতি

রাজধানীতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে-এবি পার্টি

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ২:৩২:৩২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।সকাল ১১টায় বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এ কর্মসূচি। বুধবার দলটির মিডিয়া টিমের সদস্য আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়,অবৈধ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভের কর্মসূচি পালন করবে দলটি।এতে উপস্থিত থাকবেন এবি পার্টির যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার,অ্যাডভোকেট তাজুল ইসলাম,সদস্য সচিব মজিবুর রহমান মন্জু,যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, বিএম নাজমুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আগামীকাল বৃহস্পতিবার বিএনপিসহ সমমনা দল ও জোটের রাজধানীতে মহাসমাবেশের কর্মসূচি রয়েছে।এদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠনও শান্তি সমাবেশের ডাক দিয়েছে। তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে।

এ ছাড়াও একইদিন সমাবেশের ডাক দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও। দুপুর আড়াইটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা সমাবেশ করবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: রাজনীতি

বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি