সারাদেশ

রাজউকের উচ্ছেদ অভিযান

  প্রতিনিধি ২৮ মে ২০২৩ , ৪:০৬:১৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর মৌচাক মোড়ে ফরচুন টাওয়ারসহ নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উচ্ছেদ অভিযান পরিচালনা করে।অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াহ্ ইয়া খান।

রোববার (২৮ মে) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াহ্ ইয়া খান বলেন, ‘ফরচুন টাওয়ারের নকশা বহির্ভূত অংশ আগেও কয়েকবার ভেঙেছি।বারবার সতর্ক করার পরও তারা নকশা বহির্ভূত ভবন নির্মাণ করে।আমরা কয়েকটি ভবনের মালিকদের সতর্ক করে দিয়েছি যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবনের নির্মাণ না করে।আমরা আগেও বলেছি এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে।’

নকশা বহির্ভূত অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় এলাকার লোকজনের সাথে কথা বললে তারা জানিয়েছে, নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে বিল্ডিং নির্মাণ করবে না।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, প্রধান ইমারত পরিদর্শক মঞ্জুরুল আলম ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মো. সাইফুল ইসলাম, মো. ইমরান শেখ, মো. জিয়াউদ্দিন, মো. তারিফুর রহমান, মো. কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংহসহ রাজউকের কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content