শিক্ষা

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিয়োগ পেলেন মেহেন্দিগঞ্জের যুবায়ের

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৫ , ৩:৩৪:০৫ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জের মেধাবী শিক্ষার্থী যুবায়ের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

যুবায়েরের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস.এম. হাসান মাহমুদ।

এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে নিজ জন্মভূমি মেহেন্দিগঞ্জে আনন্দের বন্যা বয়ে যায়।নিজেদের গর্বিত মনে করেন যুবায়ের এর পরিবার।প্রতিক্রিয়ায় স্থানীয় আব্দুর রহমান বলেন এলাকার ছেলে যুক্তরাষ্ট্রের শিক্ষক হয়ে সকলের মুখ উজ্জ্বল করেছে।যুবায়েরের এই সাফল্যে নিঃসন্দেহে অনেকেই অনুপ্রাণিত হবেন।

মেহেন্দিগঞ্জের সন্তান জুবায়ের হোসেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল আরকানসাস-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দিতে যাচ্ছেন।আসন্ন আগস্ট,ফল সেমিস্টার ২০২৫ থেকে তিনি এই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষকতা শুরু করবেন।

জুবায়ের বর্তমানে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজিতে পিএইচডি করছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ।তিনি নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ে কাজ করার গৌরব অর্জন করেছেন।

তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স সম্পন্ন করেন যুক্তরাষ্ট্রের কেন্নেসাও স্টেট ইউনিভার্সিটি থেকে।এর আগে তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি পেনডিডিকান সুলতান ইদ্রিস (UPSI) থেকে একই বিষয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন একই বিষয়ে।

তার এই সাফল্যে গর্বিত পুরো মেহেন্দিগঞ্জবাসী।
তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস হতে পারেন তিনি।

মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ জুবায়ের হোসাইন।সরকারি পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১১ সালে জিপিএ ৫ এসএসসি পাশ করেন।তাঁর প্রাথমিক শিক্ষার শুরু সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।২০১৩ সালে সরকারি বিজ্ঞান কলেজ,ঢাকা থেকে এইচএসসি পাশ করেন।

তাঁর পিতা আব্দুর রহিম শাহ্ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।ভবিষ্যতে অধিকতর সফলতার জন্য আল্লাহ কাছে সাহায্য চেয়েছেন।সকলের কাছে দোয়া চেয়েছেন।

তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের আব্দুর রহিম শাহ-এর পুত্র এবং অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস.এম. হাসান মাহমুদের ছোট ভাই।

আরও খবর

Sponsered content