শিক্ষা

যশোর বোর্ডে ফেল করা পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ আর ফেল করা ৩৭ জন পরীক্ষার্থী পাস

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ২:০২:৫৪ প্রিন্ট সংস্করণ

যশোর প্রতিনিধি।।এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে ফেল থেকে সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছেন চার জন শিক্ষার্থী। আর ফেল করা ৩৭ জন পরীক্ষার্থী পাস করেছেন। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন পরীক্ষার্থী।

শনিবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যশোর বোর্ডের ১২ হাজার ৮১৭টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ফেল থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের রোল নম্বর গুলো হলো, ১২৯৯৭০, ২২৮০৩৬, ৫০৩২৩৮ এবং ৫০৫৫৮২।

জানা গেছে, কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। সারাদেশের তারা মোট ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।

গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনের হিসেব অনুযায়ী, ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছিলেন ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী। মোট ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

গত ২৮ নভেম্বর প্রকাশিত ফল অনুযায়ী, যশোর বোর্ডে ৯৫ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ৩০ হাজার ৮৯৩ জন।

আরও খবর

Sponsered content