সারাদেশের খবর

যশোরের ‘মসজিদুল সায়াম’ ও ‘মাদরাসাতুল সায়াম আল আরাবিয়া পরিদর্শন করেছেন-নানক

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ২:৪১:২১ প্রিন্ট সংস্করণ

যশোর প্রতিনিধি।।আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক তার একমাত্র প্রয়াত ছেলে সায়াম উর রহমান সায়ামের নামে নির্মিত মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন করেছেন। যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোপদুর্গাপুর গ্রামে ‘মসজিদুল সায়াম’ ও ‘মাদরাসাতুল সায়াম আল আরাবিয়া’ নামে এ মসজিদ-মাদরাসা নির্মাণ করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে মসজিদ পরির্দশনকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নানককে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক জাকির হোসেন মিনি, জেলা মহিলা লীগের সদস্য জাকিয়া সুলতানা, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা সভাপতি আব্দুর রশিদ রকি খান, মসজিদ কমিটির সদস্য আমজাদ হোসেন প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় শেষে জাহাঙ্গীর কবির নানক ওই মসজিদে দুই রাকাত কসর নামাজ আদায় করেন। এরপর দৃষ্টিনন্দন মসজিদটি ঘুরে দেখেন এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মেহেদী হাসান।

উল্লেখ্য, জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়াম ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মারা যান।

আরও খবর

Sponsered content