প্রতিনিধি ২১ মার্চ ২০২৫ , ৪:৩২:০৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ম্যাগনেটিক কয়েন’ প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ইফতেখার আহম্মেদ (৪৪), আবু নাঈম মো. ফাইজানুল হক ওরফে ডক্টর নাঈম (৪৮), মো. আব্দুল হালিম তালুকদার কুরাইশি (৪২) ও আবুল কালাম আজাদ (৪৬)।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অর্থ।চক্রটি ‘অ্যান্টিক মেটাল কয়েন’ ব্যবসার নামে প্রলোভন দেখিয়ে প্রতারণা করত।তারা জাপান ও ইউএসএতে এসব কয়েনের চাহিদা রয়েছে বলে বিশ্বাস অর্জন করত।
এভাবে একজনের কাছ থেকেই ১ কোটি ৭০ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।
বৃহস্পতিবার (২০ মার্চ) মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর আদাবরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় চারটি অ্যান্টিক কয়েন,৫০ লাখ টাকার চেক,নগদ ১৯.৫ লাখ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান,প্রতারকরা ধাতব মুদ্রার উচ্চমূল্যের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করত।ভুক্তভোগী মিজানুর রহমানকে তারা কয়েনের মূল্য ২০ বিলিয়ন ডলার বলে বিভ্রান্ত করে ১ কোটি ৭০ লাখ টাকা নেয়।যাচাইয়ের পর তিনি বুঝতে পেরে আদাবর থানায় মামলা করেন।
ডিসি ইবনে মিজান জানান,গ্রেপ্তাররা আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য এবং এর আগেও এভাবে বহু মানুষকে প্রতারণা করেছে।তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।