বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদ

মোবাইল ইন্টারনেট ডাটা মেয়াদোত্তীর্ণ হবে না-পলক

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৪ , ৩:৩৯:৩১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,মোবাইল ডেটার যেন মেয়াদ না থাকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে,কেউ না মানলে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে টেলিকম খাতসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী জানান,কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্য মিলে প্রায় ১৮ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।সাম্প্রতিক সহিংসতার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সাত লাখ ফ্রিল্যান্সারকে ক্যাশ ইনসেনটিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

এ সময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন,ফ্রিল্যান্সারদের একটা প্রণোদনা দিতে চাই,ইন্টারনেটের দাম আরও কীভাবে কমানো যায় সেজন্য কাজ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content