অপরাধ-আইন-আদালত

মেহেন্দিগঞ্জে মাথায় পিস্তল ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ-কথিত বিচারে ১০হাজার টাকা জরিমানা ও জুতাপেটা!

  প্রতিনিধি ২ জুন ২০২৪ , ৯:৩২:০৩ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার ভাতিজা শ্রীপুর কিশোর গ্যাং লিডার সতন্ত্র এমপি পংকজ নাথের অনুসারী সন্ত্রাসী জাহিদ মোল্লা(২৫)কে এক গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে ধর্ষণের অভিযোগে স্হানীয়রা আটকিয়ে চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার কাছে সোপর্দ করেছেন। তিনি সাবেক মেম্বার আব্দুল মান্নান শেখের নেতৃত্বে শালিস মিমাংসার বৈঠকে ধর্ষিতাকে ১০হাজার টাকা দেয়ার আশ্বাস দিয়ে জাহিদ মোল্লাকে জুতাপেটা করেছে। মেহেন্দিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তবে অভিযুক্ত জাহিদ মোল্লা ঘটনাটি নাটক সাজিয়েছে বলে উল্লেখ করেছেন।

ভিকটিম ও স্হানীয়রা জানিয়েছেন,জাহিদ মোল্লা শ্রীপুর কিশোর গ্যাং লিডার ও সতন্ত্র এমপি পংকজ নাথের অনুসারী।এলাকায় সন্ত্রাসী ও ত্রাসের রাম-রাজত্ব কায়েম করছে। অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে চলাফেরা ভয়ঙ্কর সন্ত্রাসী জাহিদ। অপরাধ জগতের সকল অপকর্মের মূল হোতা।এসকে বাহিনীর প্রধান জাহিদ।মাদক ও জাল টাকার ব্যবসায়ী। ভূমিদস্যু হিসেবে পরিচিত। এলাকায় চুরি,ডাকাতি, মারামারি, খুন-জখম,নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ করে সরকারি খাসজমি দখল পজিশন প্লট আকারে বিক্রি করে কোটিপতি বনে গেছেন।

ভিকটিম ছদ্মনাম ঝুমুর(২২) সাংবাদিকদের বলেন, আমার স্বামী হতদরিদ্র দিনমজুর। বালুর বল্বহেড’র দিনমজুরী চাকরি করেন। আমি আমার সন্তান নিয়ে একা থাকি। সে-ই সুযোগে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার ভাতিজা শ্রীপুর কিশোর গ্যাং লিডার জাহিদ মোল্লা অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ঠেকিয়ে ফ্লিমষ্টাইলে ধর্ষণ পূর্বক হত্যার চেষ্টা চালায়। আমি আত্ম চিৎকার করলে স্হানীয়রা হাতেনাতে জাহিদ মোল্লাকে আটক করেছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাবেক মেম্বার আব্দুল মান্নান শেখ। তিনি বলেন, জাহিদ আমার ভাগ্নে টিপু মোল্লার কনিষ্ঠ পুত্র। ভিকটিম আমার প্রতিবেশী। ডাক-চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসার পর দেখি জাহিদ উলঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমার নাতি সম্পর্কিত আত্মীয় হওয়ায় আমার ঘর থেকে লুঙ্গি -কাপড় পরিয়ে গ্রামবাসীদের সাথে নিয়ে আমার আরেক ভাগ্নে চেয়ারম্যান হারুন মোল্লার কাছে সোপর্দ করলাম।

শ্রীপুর ইউনিয়নের যুবলীগের নেতা মোঃ সজীব শেখ সাংবাদিকদের বলেন, স্হানীয়রা মিলে হাতেনাতে আটকের পর সাবেক মেম্বার আব্দুল মান্নান শেখ বিচারের আশ্বাস দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।আজ শনিবার (১জুন ২০২৪) দুপুর ২টায় দিদারুল ইসলাম মোল্লার ছেলে নয়ন মোল্লা ভিকটিমের পরিবারকে স্বপরিবারে হত্যা করা সহ মিথ্যা মামলায় জড়িয়ে চালান করার হুমকি প্রদর্শন পূর্বক মোবাইল ফোন ও পরিহিত লুঙ্গি -কাপড় নিয়ে যায়।

এব্যাপারে শ্রীপুর গ্রামের মেম্বার মোঃ হাফেজ খান সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনা কি ঘটেছিল তা জানিনা। তবে শেখ-মোল্লা গ্রুপ রক্তের আত্মীয়-স্বজন। সম্প্রতি শেখ গ্রুপ বিএনপির সাবেক এমপি কাজী মেজবা উদ্দিন ফরহাদের চাচাতো ভাই ও বিএনপি’র সভাপতি কাজী সাখাওয়াত হোসেন রুবেল গ্রুপের যোগদান করে। এনিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। একাধিক মামলাও হয়েছে।

এবিষয়ে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মোল্লা সাংবাদিকদের জানান, আমি ঘটনা সম্পর্কে কিছুই জানিনা। গুজব ছড়ানো হচ্ছে। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্র করছে। আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

এব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ ইয়াসিনুল হক বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিস্তারিত আসছে ————-

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares