সারাদেশ

মেহেন্দিগঞ্জে প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালিত

  প্রতিনিধি ৯ জুন ২০২৪ , ৮:১৪:১৭ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক” এই শ্লোগান নিয়ে মেহেন্দিগঞ্জে উপজেলা প্রসাশনের উদ্যেগে ভূমিসেবা সপ্তাহ পালিত হয়েছে।

শনিবার (৮ জুন) বেলা সাড়ে ৯টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে শোভাযাত্রা এবং উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি ) মোঃ রাজিব হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম,এসময় আরো উপস্থিত ছিলেন কানুনগো মোঃ সোলায়মান খান,মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল বারী খোকন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন,মেহেন্দিগঞ্জ উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ আলী সৈকত,ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার,অফিসের কর্মকর্তা এবং কর্মচারীগন।

সভায় নবাগত সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন অনলাইনে জমির খাজনা প্রদান,ই-নামজারি,অনলাইনে বাড়িতে বসেই সেবা প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।পরে ভূমি সেবায় অবদান রাখার জন্য ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ নিয়াজ মাহামুদকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content