প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৪ , ১১:৪১:১০ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১১নং চানপুর ইউনিয়নে দুর্যোগ ঝুকিহ্রাসে প্রতিবন্ধীদের সহায়ক পরিবেশ তৈরিতে স্টক ম্যাপিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারী) চানপুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এর আয়োজনে ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী। উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম, সংরক্ষিত নারী ইউপি সদস্যা শাহিদা খাতুন, শিক্ষক রেশমা বেগম, ব্যাবসায়ী, গনমান্য ব্যাক্তিবর্গ, আভাস এলএসসিএইচভিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সদরুল আলম জেহাদী শাহীন, উপজেলা কো-অর্ডিনেটর শারমিন সোবহান, ইউএফ আলমগীর হোসেন সহ আরো অনেকে।
সভায় সংশ্লিষ্ট ওয়ার্ডের দুর্যোগ প্রাক কালীন পূর্ব প্রস্তুতি গ্রহনের অংশ হিসেবে যে সকল স্থাপনা, প্রতিষ্ঠান, উপকরণ, যানবাহন এবং ব্যাক্তি আপদকালীন সময়ে সহায়তা করতে আগ্রহী তাদের তালিকা করা হয় এবং ম্যাপের মাধ্যমে সেগুলো চিহ্নিত করা হয়।সংস্থার উদ্যােগে এর আগে অনুরূপ মিটিং করা হয় চরগোপালপুর ইউনিয়ন, জাঙ্গালিয়া ইউনিয়ন, উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নে।

















