জাতীয়

মুজিব কেল্লা নির্মাণ নীতিমালা সংশোধন

  প্রতিনিধি ২৬ মে ২০২৩ , ১০:১৯:২৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মুজিব কেল্লা নির্মাণ নীতিমালা সংশোধনের সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।কমিটির বৈঠকে কাবিখা প্রকল্পের সুবিধা সরাসরি শ্রমিকের কাছে পৌঁছানোর প্রয়োজনীয় কর্মপন্থা প্রস্তুত ও তা যথাযথভাবে বাস্তবায়নেরও সুপারিশ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম।বৈঠকে কমিটির সদস্য মো. আফতাব উদ্দিন সরকার ও কানিজ সুলতানা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়,বৈঠকে উপকূলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প সম্পর্কে আলোচনা হয়। এ সময় ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে জানমাল রক্ষায় গৃহীত ‘মুজিব কেল্লা’ প্রকল্পের ধীরগতি নিয়ে আলোচনা হয়।এ সময় জানানো হয়,সময় ও ব্যয় বাড়ানো সত্ত্বেও সরকারি খাসজমি না পাওয়া অনেক স্থানে মুজিব কেল্লা নির্মাণ করা যাচ্ছে না।কমিটির পক্ষ থেকে খাসজমি না পাওয়া গেলে জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়।

এ জন্য প্রয়োজনে মুজিব কেল্লা নির্মাণ নীতিমালা সংশোধনের সুপারিশ করা হয়।

আরও খবর

Sponsered content