আন্তর্জাতিক

মিয়ানমারে আরাকান আর্মিরা সাময়িক জান্তার আরও একটি ঘাঁটি দখল করেছে

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:২৪:৩১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মিয়ানমারের রাখাইন রাজ্যে আরও একটি সামরিক ঘাঁটি দখল করেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতি।

আরাকান আর্মি জানিয়েছে,ম্রাউক-উ টাউনশিপে বেশ কয়েক দিন লড়াইয়ের পর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি) ৫৪০-কে তারা পরাজিত করেছে।সেখানে এলআইবি ৩৭৭ ও ৭৭৮ ব্যাটালিয়নের অন্তর্গত ঘাঁটিগুলোও ঘেরাও করেছে তারা।

এএ জানিয়েছে,গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ১২টার দিকে এলআইবি-৫৪০-এর সদর দফতরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।তারা এখন টাউনশিপের অবশিষ্ট দুটি সামরিক ঘাঁটি এবং অন্যান্য জান্তা ফাঁড়িকে লক্ষ্যবস্তু করছে।

গত বছরের ২৭ অক্টোবর থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের ‘অপারেশন ১০২৭’ শুরুর পর থেকে এই জাতিগত জোট উত্তরাঞ্চলীয় শান রাজ্যের বেশিরভাগ অংশ দখলে নিয়েছে। যার মধ্যে রয়েছে প্রায় ২০টি শহর এবং চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ।

মিয়ানমারের সামরিক শাসকের সঙ্গে চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর জোটটি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদের আক্রমণ বন্ধ করেছিল।

আরাকান আর্মি থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য।এই অ্যালায়েন্সে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মিও (টিএনএলএ) রয়েছে।

ব্রাদারহুড অ্যালায়েন্স জানায়,গত বুধবার (৩১ জানুয়ারি) রাখাইনের উপকূলীয় রামরিতে জান্তা তাদের সেনা বাড়ালে সেখানেও সংঘর্ষ হয়।স্থলযুদ্ধে পরাজিত হওয়ার পর রামরিতে আরও সেনা পাঠায় মিয়ানমার জান্তা।বুধবার যুদ্ধবিমান ও গানবোট থেকে রামরিতে তারা গুলি চালায়।

গত ১৩ নভেম্বর রাখাইনে অপারেশন-১০২৭ আবারও শুরু করার পর থেকে এএ ১৬০টিরও বেশি জান্তা ঘাঁটি দখল করেছে,যার মধ্যে সিত্তওয়ের কাছে পাউকতাও শহর এবং চিন রাজ্যের পালেতওয়া টাউনশিপও রয়েছে।

চলতি সপ্তাহে মিয়ানমারে তিন বছর পূর্ণ করল সবশেষ সেনাশাসন।তবে এই মুহূর্তে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে জান্তা সরকার।গণতন্ত্রপন্থি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো একের পর এক অঞ্চল দখল করে ক্রমেই রাজধানীর দিকে এগোচ্ছে। যেকোনো সময় পতন হতে পারে স্বৈরশাসনের।

আরও খবর

Sponsered content