রাজনীতি

মায়ের অন্তিম বিদায়ে দায়িত্ব পালনে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ১:১৪:৫২ প্রিন্ট সংস্করণ

মায়ের অন্তিম বিদায়ে দায়িত্ব পালনে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর মায়ের অন্তিম বিদায় উপলক্ষে দায়িত্ব পালনকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি বলেন,জীবনের এক গভীর শোকের মুহূর্তে দেশের মানুষের জন্য মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক বিদায় সম্ভব হয়েছে সংশ্লিষ্ট সবার যত্ন,দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে।

স্ট্যাটাসে তারেক রহমান জানান,দেশনেত্রীর অন্তিম যাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী,নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা অবিরত দায়িত্ব পালন করেছেন।শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শোকময় পরিবেশে মানবিকতার উদাহরণ রেখে তাঁরা জানাজা ও দাফন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করেছেন।

তিনি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান।এদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা,পুলিশ, বিজিবি,আনসার ও ভিডিপি,র‍্যাব এবং এপিবিএন-এর নারী ও পুরুষ সদস্যদের অবদানের কথা উল্লেখ করেন তিনি। তাদের ধৈর্য ও দায়িত্ববোধের কারণে লক্ষাধিক মানুষ নিরাপদে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া,ডিজিএফআই,এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের সতর্কতা ও নীরব দায়িত্ব পালনের কথাও স্মরণ করেন তারেক রহমান।তিনি বলেন,এসব সংস্থার অবদানের ফলে দিনটি নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।

স্ট্যাটাসে আরও ধন্যবাদ জানানো হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা,সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও,ডিজি এসএসএফসহ গৃহায়ণ ও গণপূর্ত,তথ্য ও সম্প্রচার,আইন,বিচার ও সংসদ বিষয়ক,সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের।তাদের সমন্বিত প্রচেষ্টায় শোক প্রকাশের পরিবেশ নিশ্চিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।তিনি জানান,তাদের আন্তরিক প্রচেষ্টার ফলে বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন,যা তার মায়ের প্রতি আন্তর্জাতিক সম্মানের প্রতিফলন।

কঠিন পরিস্থিতির মধ্যেও জানাজা ও দাফনের খবর বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ায় দেশ-বিদেশের সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।বিশাল জনসমুদ্রের মধ্যেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মিডিয়াকর্মীদের শ্রদ্ধা জানান তারেক রহমান।

সবশেষে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান। জাতীয় শোকের এই সময়ে তাঁদের ব্যক্তিগত উপস্থিতি ও সহমর্মিতা পরিবারটির জন্য অমূল্য সমর্থন হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

স্ট্যাটাসে তারেক রহমান বলেন,“প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে আপনারা যে সহমর্মিতা,সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন,তা আমাদের হৃদয় স্পর্শ করেছে।” তিনি আলহামদুলিল্লাহ উল্লেখ করে বলেন,এই সম্মিলিত প্রচেষ্টার কারণেই পুরো জাতি মর্যাদার সঙ্গে তাঁর মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে।

আরও খবর

Sponsered content