ব্যবসা ও বাণিজ্য সংবাদ

মাত্র ১৯হাজার টাকার বাইক ২লাখ টাকা!

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৩ , ২:০২:২৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।৩০ বছর আগে যে বাইকের দাম ছিল মাত্র ১৮ হাজার ৭০০ রুপি,সেই বাইকের বর্তমান বাজারদর দুই লাখ রুপিরও বেশি।ভারতের ঝাড়খণ্ডে ১৯৮৬ সালে সাড় তিনশ সিসির রয়েল এনফিল্ড বুলেট বাইকের দাম ছিল ১৮ হাজার ৭০০ রুপি।খবর এনডিটিভির।

প্রদেশটির বোকারো শহরের একটি বাইকের শোরুমের একটি বিল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম- ইনস্টাগ্রামে।এটি শেয়ার করেছে ‘বিং রয়েল’।

খাকি রঙের বিলটিতে দেখা যায়,ওই বছর ২৩ জানুয়ারি বাইকটি কেনা হয়েছে।নানা আপডেটের পর এখন বাজারে রয়েল এনফিল্ড বুলেটের দাম ২ লাখ ২০ হাজার প্রায়।

সম্প্রতি একটি পুরনো রেস্তোরাঁর বিলের ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়,মাত্র ২৬ টাকায় মানুষ পেট ভরে খেতে পারতেন।১৯৮৫ সালের সেই বিলের ছবিতে দেখা যায় শাহি পনির পাওয়া যাচ্ছে মাত্র ৮ টাকায়।ডাল মাখনি পাওয়া যাচ্ছে মাত্র ৫ টাকায়।আজকের দিনে এসব ভাবাও যায় না!এবার তেমনই আরও একটি বিলের ছবি ভাইরাল হয়েছে।

আরও খবর

Sponsered content