অপরাধ-আইন-আদালত

মাই টিভির কথিত চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ৫:৫৩:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর গুলশান থানাধীন নিজ বাসভবন থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির কথিত চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ডিবির ওয়ারী বিভাগের একটি টিম বিশেষ অভিযানে তাকে আটক করে।ডিবি সূত্র জানায়,নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে ডিএমপি যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রয়েছে।মামলা নং-৩৯/৭৮৫, তারিখ ৩০ আগস্ট ২০২৪, বর্তমানে সিআইডির তদন্তাধীন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবির একজন কর্মকর্তা জানান, “নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।তদন্তের স্বার্থে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, তার বিরুদ্ধে প্রতারণা পূর্বক মাই টিভি ও ভবন দখল সহ জাল-জালিয়াতির একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

Sponsered content