অপরাধ-আইন-আদালত

পোশাক বিষয়ে জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করবেন- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

  প্রতিনিধি ১১ মে ২০২৩ , ৩:০৯:৩১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দেশে চলমান তাপপ্রবাহের কারণে আদালতে শুনানির সময় পরিধেয় পোশাক বিষয়ে জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আগামীকাল শনিবার সকাল ১১টায় এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান,দেশব্যাপী তাপপ্রবাহের কারণে আদালতে মামলা শুনানিকালে পরিধেয় পোশাকের বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ১৩ মে (শনিবার) সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করবেন।’

এর আগে বিভিন্ন সময় সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী আদালতে আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন ভিন্ন ভিন্ন ড্রেস কোড নির্ধারণের জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন করেন।সে সব আবেদনে বলা হয় অতিরিক্ত গরমে নিয়ম অনুযায়ী কালো কোট,গাউন,কলার, ব্যান্ড/ টাই পরিধানের কারণে প্রতিবছর বহু সংখ্যক আইনজীবী হিট স্ট্রোক করেন এবং অসুস্থ হয়ে পড়েন। এছাড়া তীব্র গরম এবং তাপপ্রবাহের কারণে অনেক কোট-গাউন পরে অনেক বয়স্ক আইনজীবী আদালতে যেতে পারেন না।
এর আগে করোনা মহামারির সময় প্রধান বিচারপতির নির্দেশনা মোতাবেক ড্রেস কোড পরিবর্তন করা হয়েছিল।

আরও খবর

Sponsered content