সারাদেশ

ভোলা-বরিশাল মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই ভাই নিহত

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৩ , ২:৫৮:৪০ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।ভোলা-বরিশাল মহাসড়কের হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় পণ্যবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই ভাই নিহত হয়েছেন।নিহতরা বরিশালের মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আব্দুল করিম মোল্লার ছেলে প্রবাসী সোহেল মোল্লা ও শাওন মোল্লা।

রোববার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,তারা দুই ভাই মোটরসাইকেলে করে ভোলা সদর থেকে তাদের নিজ বাড়িতে ফেরার পথে হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে ইট বোঝাই করা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content